প্রিয় শিক্ষার্থী,
নতুন শিক্ষাক্রমে বিজ্ঞানের ‘অনুশীলন বই” ও ‘অনুসন্ধানী পাঠ” এর আলাদা দুটি বই দেখে অনেকে হয়তো ঘাবড়ে গেছো । তার ওপর বেশকিছু নতুন Topic এর আলোচনা দেখে হয়তো ভাবছো বিজ্ঞান শেখাটা অনেক কঠিন হবে !
বস্তুত বিজ্ঞান শেখা ও জানাটা সবসময়ের জন্য আনন্দদায়ক; তবে শর্ত হলো, তোমাকে বুঝতে হবে, গুছিয়ে পড়তে হবে।
তোমাদের এবারের বিজ্ঞান বইটি অন্যান্য বইগুলো থেকে বেশ ব্যতিক্রম। বিজ্ঞানের অনুশীলন বইটিতে তোমাকে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। আর এই যাত্রায় তোমাদের যেসব বিষয় জানা দরকার তা জেনে নিতে হবে অনুসন্ধানী পাঠ
বিজ্ঞানের এই Student Book টির প্রতিটি সেশনের শেষে অতিরিক্ত কিছু কাজ ও এর বিস্তারিত সমাধান দেওয়া হয়েছে, যাতে তোমরা বারবার Practice করার মাধ্যমে প্রয়োজনীয় Concept গুলো আত্মস্থ করে নিতে পারো।
এই বইটির প্রতিটি শিখন অভিজ্ঞতার শেষে থাকছে Assignment (বাড়ির কাজ) ও এর বিস্তারিত নির্দেশনাসহ নমুনা সমাধান। এই Assigmment গুলো নির্দেশনা দেখে নিজেরাই নির্ভুলভাবে সম্পন্ন করতে পারবে।
এছাড়াও নতুন মূল্যায়ন পদ্ধতিতে মানিয়ে নিতে এবং তোমাদেরকে ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী করতে প্রতিটি শিখন অভিজ্ঞতার শেষে থাকছে 'মূল্যায়ন প্রস্তুতি' ও এর নমুনা সামাধান; যা অনুশীলনের মাধ্যমে তোমরা বিজ্ঞানের বিভিন্ন ধারণা ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবে।
আমরা আশা করি, নতুন শিক্ষাক্রমে তোমাদের বিজ্ঞান শেখাকে আনন্দময় করতে এই বইটি একজন ভালো বন্ধুর পরিচয় দিবে; বিজ্ঞানের প্রতি তোমাদের আগ্রহ তৈরি করবে এবং বিজ্ঞাননির্ভর আগামী বিশ্বের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।