| বইয়ের নাম | তাওবা করতে চাই,কিন্তু… |
|---|---|
| ক্যাটাগরি | Religious Books |
| লেখক | মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ |
| প্রকাশনা | Izra publications |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| সংস্করণ | 2023 |
| ভাষা | Bangla,Arabic |
নবীযুগের তাওবা
আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার তাওবার কথা এখানে তোলে ধরছি—
হযরত বুরায়দা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, মায়েজ ইবনু মালেক আসলামি নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি নিজের ওপর জুলুম করেছি, আমি জিনা করেছি। আমি চাই আপনি আমাকে পবিত্র করুন। নবীজি তার কথা শুনে সেই লোকটিকে তার গোত্রের কাছে ফিরিয়ে দিয়ে জানতে চাইলেন যে, তোমরা কি জানো যে, তোমাদের এই লোকটির কোনো মানসিক সমস্যা আছে কি না? গোত্রের লোকে বলল, আমরা তো এ বিষয়ে কিছু জানি না। তাকে আমরা জ্ঞান সম্পন্ন লোক হিসেবেই জানি। আমাদের মতে সে একজন সুস্থ সবল লোক ।
এরপর সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৃতীয়বারের মতো এসে আবার একই কথা বলল। নবীজি আবার তার গোত্রের কাছে লোক পাঠিয়ে জিজ্ঞেস করেন। তারা জানায়, তার কোনো মানসিক সমস্যা নেই। অতঃপর যখন সে চতুর্থবার এলেঅ তখন তার জন্য গর্ত খনন করা হয়, তারপর তাকে পাথর ছুড়ে হত্যা করা হয়।
তিনি বলেন, গামেদিয়া (এ গোত্রের এক মহিলা) এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন! তখন নবীজি তাকে ফিরিয়ে দেন। পরের দিন সে আবার এসে বললো, হে আল্লাহর রাসূল! কেন আপনি আমাকে ফেরত পাঠালেন? হয়তো আপনি আমাকে মায়েজের মতো ফেরত পাঠাচ্ছেন! আল্লাহর শপথ! আমি গর্ভবতী। তখন তিনি তাকে বললেন, যখন সন্তান প্রসব করবে, তারপর আসবে। সন্তান জন্ম নেবার পর বাচ্চাটিকে একটি কাপড়ে জড়িয়ে নিয়ে তিনি নবীজির কাছে উপস্থিত হন। তিনি তাকে বললেন, যাও যখন সে খাবার খেতে পারবে তখন আসবে। এরপর যখন বাচ্চা খাবার...
কোনো রিভিউ পাওয়া যায়নি
আপনার অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে, এই পণ্যটি BDBooks অ্যাপে খুলে দেখুন।